বগুড়ায় ভাতিজার লোহার রডের আঘাতে চাচি খুন
ষ্টাফ রিপোর্টার: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক জেরে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বাঘোপাড়ায় মধ্যেপাড়া ভাতিজার লোহার রডের আঘাতে চাচি নিহত বগুড়া সদর থানায় মামলা দায়ের।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে বগুড়া সদরের বাঘোপাড়া মধ্যপাড়া গ্রামের মৃত আপিল খানের পুত্র বদরুল আলম মুকুল মিয়া সাথে সিএনজি চলার রাস্তা কে কেন্দ্র করে ছোট ভাই আবু বক্কর এর সাথে ঝগড়া বিবাদ শুরু হয় গত ২০ এপ্রিল। ঝগড়া বিবাদের এক পর্যায়ে বদরুল আলম মুকুল এর ছোট ভাই আবু বক্কর, তার স্ত্রী এবং ছেলেরা এসে বদরুল আলম মুকুলকে মারপিট শুরু করে। মুকুলের আত্মচিৎকারে তার স্ত্রী সালমা বেগম এগিয়ে এলে আবু বক্কর ও তার ছেলেদের হাতে থাকা লোহার রড দিয়ে সালমা বেগমকে এলোপাতাড়িভাবে মারপিট করে মাথায় আঘাত করে। তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিলে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে এগারোটায় তার মৃত্যু হয়।
সালমার স্বামী বদরুল আলম মুকুল বাদী হয়ে শুক্রবার সদর থানায় বক্কর সহ তার পরিবারের চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। শুক্রবার বাদ আসর সালমার স্বামীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়