গোপনে অসহায়দের সাহায্য করছেন জাহিদ হাসান
আজকের শেরপুর ডেস্ক: করোনার এই সংকটকালে সব থেকে বেশি বিপাকে পরেছেন নিম্নআয়ের মানুষেরা৷ কারণ তাদের কাজ এবং আয় নেই। তাই ঘরে খাবারও নেই। তাই এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। রাজধানীর পাশাপাশি নিজ এলাকা সিরাজগঞ্জে দুস্থ মানুষদের সহায়তা করে যাচ্ছেন এই শিল্পী। কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ত্রাণ কর্যক্রম পরিচালনা করছেন তিনি।
এ বিষয়ে জাহিদ হাসান বলেন, আমি আগেও বলেছি, এ বিষয়ে সবাইকে জানাতে চাই না। সব বিষয় আসলে জানানো ঠিক বলে মনে হয় না আমার। অনেকটা গোপনে সাহায্য কার্যক্রম পরিচালনা করছেন জাহিদ হাসান। কারণ ব্যাখ্যা করে এ অভিনেতা বলেন, এতে করে যারা সাহায্য নেন তাদের এক ধরণের ছোট করা হয়। এজন্য বিষয়টি গোপন থাকাই ভালো।
এদিকে গত ১৮ই মার্চ সর্বশেষ নাটকের শুটিং করেন জাহিদ হাসান। তারপর থেকে পরিবারের সঙ্গে ঘরবন্দি সময় পার করছেন তিনি। বেশ কিছু নাটকের কাজ তার হাতে ছিল, কিন্তু সেসবই বন্ধ রয়েছে এখন। তাছাড়া চলতি মাসে পরিবার নিয়ে কানাডায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন জাহিদ। করোনা তাণ্ডবের কারণে আপাতত সব পরিকল্পনা বাতিল করেছেন এই অভিনেতা। জাহিদ হাসান বলেন, এখন আমরা একটি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে এই সময় থাকবে না বলেই আমার বিশ্বাস। এখন ঘরে থাকার কোন বিকল্প নেই। আমি নিজেও ঘরে থাকছি।
পরিবারকে বেশি সময় দিচ্ছি। নিয়মিত সংবাদ দেখছি৷ ছবি দেখছি। টুকটাক কাজ করছি। আর প্রার্থনা করছি। এভাবেই কাটছে সময়। আমি সবাইকে বাসায় থাকার অনুরোধ করবো। আর যে যে নিয়মের কথা বলা হচ্ছে সেই নিয়ম গুলো মেনে চলার চেষ্টা করতে হবে। আর যার যার সামর্থ্য অনুযায়ী নিম্ন আয়ের মানুষের পাশে দাড়াতে হবে। এ অবস্থা থেকে ইনশাআল্লাহ দ্রুতই বের হতে পারবো।