ধুনটের সেই স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সুলতান গ্রেপ্তার
ধুনট(বগুড়া) প্রতিনিধি; বগুড়ার ধুনটে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে শতাধিক মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়েরকৃত তিনটি মামলায় ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুলতান মাহমুদকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর ২ টায় ধুনট সদরের চরধুনট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সুলতান মাহমুদ ধুনট সদরপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।
জানাগেছে, সুলতান মাহমুদ ২০১৫ সালে ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক পদ নিয়ে রাজনীতিতে প্রবেশ করে। পরবর্তীতে ২০১৭ সালে ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদে নির্বাচিত হন। এরপর থেকেই দখলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, তদবির, নিয়োগ বানিজ্য সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েন সুলতান মাহমুদ। তবে তিনি সব থেকে বেশি টাকা হাতিয়ে নিয়েছেন নিয়োগ বানিজ্যের নামে। মন্ত্রী, এমপি, প্রশাসনিক ও বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাদের নাম ব্যবহার করে পুলিশ কনস্টেবল, প্রাথমিক বিদ্যালয়ের শিক নিয়োগ, স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে প্রতারনার জাল ফেলে বগুড়া, কাজিপুর, ধুনট সহ বিভিন্ন এলাকার দুই শতাধিক ব্যক্তির কাছ থেকে তিনি কয়েক কোটি টাকা হতিয়ে নিয়েছেন। তার প্রতারনার জালে রয়েছেন রাজনৈতিক নেতা, পুলিশ, আইনজীবি, শিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে এসব টাকা হাতিয়ে নেওয়ার সময় স্বেচ্ছাসেবকলীগ নেতা সুলতান মাহমুদ নির্ধারিত টাকার পরিমান লিখে রূপালী ব্যাংক ধুনট শাখার সঞ্চয়ী হিসাব নং-১৩৬ এর একটি করে চেক দিয়েছেন চাকরি প্রার্থীদের।