বগুড়ায় কৃষকলীগের নেতাদের সঙ্গে নিয়ে ধান কাটলেন আওয়ামী লীগ নেতা সফিক
বগুড়া প্রতিনিধি: করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে ধান কাটার জন্য শ্রমিক বগুড়া সহ সারা দেশে শ্রমিক সংকট। শ্রমিক সংকট নিরসনে বগুড়ায় কৃষকদের ধান কাটায় সহায়তা করছে বগুড়া জেলা আওয়ামী লীগ ছাত্রলীগ , কৃষকলীগ ,স্বেচ্ছা সেবকলীগ। বগুড়ার মাঠে মাঠে এখন আওয়ামী পরিবারে নেতা কর্মীরা ধান কাটায় অংশ নিচ্ছেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কৃষকলীগের নির্দেশে বগুড়ার নন্দীগ্রামে ধান কাটতে মাঠে নেমেছেন বগুড়ার নন্দ্রীগাম উপজেলা কৃষকলীগ। জেলায় আগাম ধান পেঁকে যায় নন্দীগ্রাম উপজেলায়।
শনিবার ( ২৫ এপ্রিল) সকালে নন্দীগ্রাম উপজেলা কৃষকলীগ আয়োজিত পন্ডিতপুকুর মাঠে কৃষকের জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বোরো ধান কাটা শুরু হয়েছে। শনিবার কৃষকলীগের নেতা-কর্মীদেরকৃষকের ধান কাটায় উৎসাহ দিতে ক্ষেতেধান কাটার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়ার উপ-পরিচালক আবুল কাশেম, জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারন সম্পাদক মঞ্জুরুল হক, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, জেলা তাঁতী লীগের সদস্য সচিব রাশেকুজ্জামান, উপজেলা কৃষি অফিসার আদনান বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারন সম্পাদক সাঈদ রায়হান মানিক প্রমূখ।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক বলেন, শ্রমিক সংকটের অভাবে ‘কৃষকরা জমির পাকা ধান কাটতে পারছে না।কৃষকদের পাশে থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আওয়ামীলীগ ,ছাত্রলীগ, কৃষকলীগসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতাদের। তিনি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন স্বেচ্ছাশ্রমে কৃষকদের ধান কেটে দিতে। প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে, আমরা আওয়ামী লীগ, কৃষকলীগের নেতাকর্মীরা ধান কাটায় এগিয়ে এসেছি। জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক জানান ,ধান কাটায় অংশ নিয়ে কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসেন আমাদের অনুপ্রানিত করেছেন। বর্ষা ও বন্যার আগে যে মাঠে ধান পাকবে সেখানে তারা কৃষকদের স্বেচ্ছায় ধানকেটে দেবেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান জেলায় এবছর এক লাখ ৮৮ হজার ৬১৫ হেক্টর জমিতে আট লাখ টন(চাল আকারে) বোরো পাওযার আশা করছেন।