খেলাধুলা
ফের মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগ!
আজকের শেরপুর ডেস্ক: বিশ্ব মহামারি করোনায় স্থবির সব কর্মকাণ্ড। সব ধরনের খেলাধুলা থেকে হাত গুটিয়ে নিয়েছে বিশ্বের সব দেশ। কিন্তু এভাবে আর কত দিন? তবে নতুন খবর হলো যে, করোনাকে পাশ কাটিয়ে আগামী ৮ জুন ইংলিশ প্রিমিয়ার লিগ আবারো মাঠে ফেরানোর পরিকল্পনা হাতে নিয়েছে লিগ কর্তৃপক্ষ। এ ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলাপও চলছে নিয়মিত।
সরকারের নির্দেশনা পেলেই মাঠে গড়াবে খেলা। ৮ জুন শুরু হবে, লিগ শেষ করা হবে ২৭ জুলাইয়ের মধ্যে। করোনার কারণে গত ১৩ মার্চ স্থগিত হয়ে যাওয়া লিগে সব দল মিলিয়ে ম্যাচ বাকি আছে ৯২টি।
এই কদিনে দ্রুতই সব ম্যাচ শেষ করা হবে। কারণ, ২২ আগস্ট থেকে আবার নতুন মৌসুম অর্থাৎ, ২০২০-২১ মৌসুম শুরুর পরিকল্পনা প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের। সূত্র: ইংলিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস