স্থানীয় খবর
বগুড়ায় ডিবির অভিযানে ইয়াবা ও ফেন্সিডিল সহ ৩ জন আটক
বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা গোয়েন্দা শাখা সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে একই দুটি পৃথক মাদকবিরোধী অভিযানে শহরের মাটিডালি বিমান মোড় এবং চারমাথা এলাকা থেকে ১ হাজার পিচ ইয়াবা এবং ৪০ বোতল ফেন্সিডিল সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
ইয়াবা সহ গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুরের হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর এলাকার আবু কালামের স্ত্রী রাবেয়া বিবি (৩৮) ও পাঁচবিবি থানার দরগাপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৩)। ডিবির জালে ফেন্সিডিল সহ গ্রেফতারকৃত অপর আরেক আসামী হলেন বগুড়া শিবগঞ্জের শালদাও পদ্মপুকুর এলাকার মোমিন প্রাং এর ছেলে মোঃ গাজিউল (২৭)। জেলা গোয়েন্দা শাখার ওসি আছলাম আলী পিপিএম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।