স্থানীয় খবর
বগুড়ায় হোম কোয়ারেন্টাইন বেড়ে ১৭২৯ জন
স্টাফ রিপোর্টার: বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১০৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে সারিয়াকান্দিতে ২২, দুপচাচিয়ায় ৮, কাহালু ২, শেরপুরে ২১, ধুনটে ৬ ও গাবতলীতে ৪৭জন। এ নিয়ে জেলায় ৩১৬১জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার কথা জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান। তবে এর মধ্যে ১৪৩২জনের হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ায় মোট ১৭২৯জন এখন হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছে। তবে এদের সবাই সুস্থ আছে বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৪জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। বর্তমানে জেলা শিবগঞ্জে সবচেয়ে বেশি ৫৬১জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এছাড়া নন্দীগ্রামে সবচেয়ে কম সদরে ২৬জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।