প্রথম বাংলাদেশি হিসেবে আমেরিকার রেমি অ্যাওয়ার্ড পেলেন নোমান রবিন
আজকের শেরপুর ডেস্ক: আমেরিকার সম্মানজনক রেমি অ্যাওয়ার্ড-এ ভূষিত হলেন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক নোমান রবিন। রোহিঙ্গাদের ৩০০ বছরের ইতিহাস ও গণহত্যার ওপর নির্মিত গবেষণামূলক পলিটিক্যাল তথ্য চিত্র ‘ব্লসমস ফ্রম অ্যাশ’, বা ‘ফুল থেকে ছাই’ চলচ্চিত্রটি আমেরিকার ৫৩তম ওয়ার্ল্ড ফিস্ট-হুইস্টন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল জুরি রেমি অ্যাওয়ার্ড’ এ ভূষিত হয়েছে। উৎসব কমিটি অফিশিয়াল ইমেইলের মাধ্যমে প্রযোজক এলেকজেন্ডার ব্লামকে তথ্যটি নিশ্চিত করেছেন। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে আমেরিকার ব্লাম ফ্যালিমি ফাউন্ডেশন। খবর দেশ রুপান্তর
পুরস্কার কমিটি ইমেইল বার্তায় প্রযোজককে জানান, এর আগে এই জুরি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, স্পিলবার্গ, রান্ডাল ক্লিজার, জর্জ লুকাস, জন লি হ্যান্ডকক, আং লি, দি কইন ব্রাদার্স সহ আরও অনেক জগৎ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক।
এই প্রসঙ্গে পরিচালক নোমান রবিন বলেন, ‘নিঃসন্দেহে এটি আমার চলচ্চিত্র ক্যারিয়ারের এ যাবৎকালের সর্বোচ্চ অর্জন। এই চলচ্চিত্র উৎসবকে ডকুমেন্টারি চলচ্চিত্র দুনিয়ায় অস্কার বলা হয়ে থাকে। বিশেষ করে যে বিভাগে জুরি অ্যাওয়ার্ড পেয়েছি তা অনেক গুরুত্বপূর্ণ, পলিটিক্যাল ও আন্তর্জাতিক ইস্যু। প্রথম বাংলাদেশি রেমি অ্যাওয়ার্ড বিজয়ী হিসেবে অত্যন্ত গর্বিত। পুরস্কারটি আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে প্রতি উৎসর্গ করলাম। কারণ, তার বলিষ্ঠ ভূমিকা রোহিঙ্গা ইস্যুকে বিশ্বব্যাপী বাংলাদেশের মান ও সম্মানকে অন্যান্য উচ্চতার নিয়ে গেছে।’
প্রযোজক ব্লাম বলেন, ‘আমেরিকার নিউজ মিডিয়ায় বারবার রোহিঙ্গা বিষয় খবর দেখে আমার মন দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ে। আমি সিদ্ধান্ত নেই যে, গণহত্যার ওপর সত্য তথ্য উপাত্ত সংগ্রহ করে একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাণ করে বাংলাদেশের জনগণের পাশে থাকতে। কারণ বাংলাদেশের ওপর অন্যায়ভাবে প্রায় ১২ লক্ষ রোহিঙ্গা শরণার্থী চাপিয়ে দেয়া হয়েছে। আমি গর্বিত নোমান রবিন ও তার দক্ষ ও সাহসী টিম আমার সেই স্বপ্নকে সফলভাবে বাস্তবায়ন করেছেন। আমি ধন্যবাদ দিতে চাই দক্ষ সিনেমাটোগ্রাফার সারুন মানান্ধার, এডিটর ক্রিস্টফার ক্লিন্টন কুবে, কণ্ঠ শিল্পী টিজে ফারায়াজি, সংগীত পরিচালক প্রত্যয় খান, সহ-প্রযোজক মাহমুদুল হাসান সুমন, সুপারভাইজার সাম্য সবুর, লাইন প্রোডিউসার আহাদসহ এই চলচ্চিত্রের সঙ্গে জড়িত দেশ বিদেশের সকল সদস্যদের।