বগুড়ায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদ গৌরব ও সাফল্যের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কর্তন করে দিবসটি পালন করা হয়। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি থেকে কেক কর্তন করেন বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন।
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখার আহবায়ক এসএম জোবাইদুল ইসলাম আসাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এ.কে.এম আসাদুর রাহমান দুলু। উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ জেলা শাখার সদস্য সচিব ওয়াফিক শিপলু, যুগ্ম আহবায়ক রহমান বাবু, মোহনা টিভির জেলা প্রতিনিধি আতিক হাসান, জেলার অন্যতম সদস্য আলামিন, স্বাধীন হোসেন, সানি, শাহাদাৎ হোসেন, আরকে শুভ, শাকিল ইসলাম, রাছেল, রকি, আরিফ, প্রমুখ ।