বগুড়ায় গত ২৪ ঘন্টায় আসা ফলাফলে ৪৮জনই নেগেটিভ
স্টাফ রিপোর্টার: বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতাল থেকে আসা আরও ৪৮ জনের নমুনার ফলাফল এসেছে। ফলাফলে সবাই নেগেটিভ অর্থাৎ তারা কেও করোনা ভাইরাসে আক্রান্ত নন। সোমবার বিকাল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, (২৭এপ্রিল,২০২০) শজিমেক থেকে বগুড়া ও জয়পুরহাট জেলার মোট ৯৪টা নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে ৪৮টা বগুড়ার বাকি ৪৬টা জয়পুরহাটের। বগুড়া ও জয়পুরহাটের সবগুলো নমুনার ফলাফলে সবার নেগেটিভ এসেছে।
তিনি আরও বলেন, বগুড়ায় এ পর্যন্ত মোট ৮৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত ৫১৮ জনের ফলাফল এসেছে যেখানে ১৭জনের করোনায় পসিটিভ ফলাফল আসে। এই ১৭ জনের মধ্যে ইতোমধ্যে রংপুরের শাহ আলম ও আদমদিঘীর পুলিশ কনস্টেবল সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাই জেলায় এখন ১৫জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।