করোনায় বিশ্বে আক্রান্ত প্রায় ৩০ লাখ মৃত্যু ২ লাখ ৬ হাজারের বেশী
আজকের শেরপুর ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, বাড়ছে মৃত্যু। ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বে আক্রান্ত হয়েছেন ২৯ লাখ ৯৪ হাজার ৯৫৮ জন, মৃত্যু হয়েছে ২ লাখ ৬ হাজার ৯৯৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৭৮ হাজার ৯৫৫ জন।
চীনের উহান থেকে ছড়িয়ে পরা প্রাণঘাতি এই ভাইরাসটি বিশ্বের ২১০টি দেশের মানুষের মধ্যে সংক্রমিতি হয়েছে। করোনা মহামারীতে থমকে গেছে গোটা বিশ্ব। দুই লাখ প্রাণহানির প্রায় দেড় লাখই (১ লাখ ৪৮ হাজর ৪৩৭) ঘটেছে আমেরিকার মহাদেশের যুক্তরাষ্ট্র এবং ইউরোপের চারটি দেশে। শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছে ৫৫ হাজার ৪১৫ জন মানুষ। এছাড়া ইউরোপের চার দেশ- স্পেন, ইতালি, ফ্রান্ট ও যুক্তরাজ্যে, এই চার দেশে মোট মারা গেছে ৯৩ হাজার ৪২২ জন মানুষ।
করোনাভাইরাস সংক্রমণের পরিসংখ্যান প্রদানকারী নির্ভরযোগ্য সংস্থা ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইট থেকে সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টায় সংগৃহীত তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, করোনা সংক্রমণের শীর্ষ ১০ দেশ হচ্ছে- যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্ক, ইরান, চীন ও রাশিয়া।
মার্কিন যুক্তরাষ্ট্র: করোনায় সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের মানুষ। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৮৭ হাজার ৩২২ জন। মারা গেছেন ৫৫ হাজার ৪১৫ জন, সুস্থ্য হয়ে উঠেছেন ১ লাখ ১৮ হাজার ৭১৮ জন মানুষ। দেশটিতে ৫৪ লাখ ৭০ হাজার ৫৫৫ টি করোনাভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষা করেছে সরকার।
স্পেন: স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৬২৯। মারা গেছেন ২৩ হাজার ১৯০ জন, সুস্থ্য হয়ে উঠেছেন ১ লাখ ১৮ হাজার ৭১৮ জন মানুষ। দেশটিতে ১১ লাখ ৯৯ হাজার ৫৪৮ টি করোনাভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষা করেছে সরকার।
ইতালি: ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৬৭৫। মারা গেছেন ২৬ হাজার ৬৪৪ জন, সুস্থ হয়ে উঠেছেন ৬৪ হাজার ৯২৮ জন মানুষ। দেশটিতে ১৭ লাখ ৫৭ হাজার ৬৫৯ টি করোনাভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষা করেছে সরকার।
এছাড়া ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৬২ হাজার ১০০, মৃত্যু ২২ হাজার ৮৫৬। জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৫৭ হাজার ৭৭০, মৃত্যু ৫ হাজার ৯৭৬। যুক্তরাজ্যে আক্রান্ত ১ লাখ ৫২ হাজার ৮৪০, মৃত্যু ২০ হাজার ৭৩২। তুরস্কে আক্রান্ত ১ লাখ ১০ হাজার ১৩০, মৃত্যু ২ হাজার ৮০৫। ইরানে আক্রান্ত ৯০ হাজার ৪৮১, মৃত্যু ৫ হাজার ৭১০। চীনে আক্রান্ত ৮২ হাজার ৮৩০, মৃত্যু ৪ হাজার ৬৩৩ এবং রাশিয়ায় আক্রান্ত ৮০ হাজার ৯৪৯, মৃত্যু হয়েছে ৭৪৭ জন মানুষের।