কুসুম শিকদারের মহতি উদ্যোগ
বিনোদন ডেস্ক :মরণ ব্যাধি করোনার তা-বে শোবিজের সমস্ত কার্যক্রম বন্ধ রয়েছে। এতে করে টেকিনিশিয়ান-মেকআপ আর্টিস্টরা অধিকতর মানবেতর জীবনযাপন করছেন। দেশের এই সংকটকালে মহতি উদ্যোগ নিয়েছেন অভিনেত্রী কুসুম শিকদার।
বিপন্ন মানুষদের ইফতার করানোর উদ্যোগ নিয়েছেন এই অভিনেত্রী। নগরীর কোথায় এই আয়োজন করবেন তা নিয়ে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন তিনি।
কুসুম শিকদার বলেন, ‘দেশের এই সংকটকালে অনেক মানুষ চরম কষ্টে দিন পার করছেন। তারা অনাহারে, অর্ধাহারে দিন কাটাচ্ছেন। গত মাস থেকে এসব মানুষের জন্য সামান্য সহায়তা কার্যক্রম শুরু করেছি।
এছাড়া প্রতিদিনই বাসার নিচে গিয়ে কিছু দরিদ্র মানুষকে অর্থ সহায়তা করছি। রোজার মাঝামাঝিতে ঢাকাতেই কিছু অসহায় মানুষের জন্য ইফতারির ব্যবস্থা করব। যদিও আমার এই সাহায্য প্রয়োজনের তুলনায় কিছুই নয়। তারপরও তাদের একবেলার খাবারের বন্দোবস্ত তো করতে পারব। এই সংকট যদি দীর্ঘ হয় সামর্থ্য অনুযায়ী সহযোগিতা চালিয়ে যাব।’
করোনা সংকটের শুরুর দিকে চিকিৎসকদের পিপিই প্রদান করেন অভিনেত্রী কুসুম শিকদার। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসব পিপিই প্রদান করেন এই অভিনেত্রী। অসহায় মেকআপ আর্টিস্টদের সহযোগিতায় এগিয়ে আসেন তিনি।