আর্জেন্টাইন ফুটবল মৌসুম বাতিল
আজকের শেরপুর ডেস্ক: করোনা ভাইরাসের কবলে বাতিল হলো আর্জেন্টাইন ফুটবলের ঘরোয়া মৌসুমও। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন সভাপতি ক্লদিও তাপিয়া গত সোমবার এ ঘোষণা দেন।
স্থানীয় ক্রীড়া দৈনিক টিএনটি স্পোর্টসকে আর্জেন্টাইন ফুটবলপ্রধান বলেন, ‘আমরা টুর্নামেন্টগুলোর সমাপ্তি ঘোষণা করছি। আবারও মাঠে ফেরার ব্যাপারে বলতে পারি, যখন কর্তৃপক্ষ অনুমতি দেবে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে তখনই কেবল আবারও মাঠে ফিরবে টুর্নামেন্টগুলো।’
মৌসুম বাতিলের আগেই বোকা জুনিয়র্স আর্জেন্টাইন সুপারলিগার শিরোপা জিতে নিয়েছে। কিন্তু পুরো আর্জেন্টিনা জুড়ে আঞ্চলিক ও কেন্দ্রীয় অন্যসব টুর্নামেন্টই স্থগিত হয়ে গেছে। স্থগিত হয়ে যাওয়া সব টুর্নামেন্টের সব ধরনের অবনমন বাতিল করে দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। তবে প্রমোশনের ব্যাপারে কিছুই জানাননি তাপিয়া।
আর সব টুর্নামেন্টের মতো আগামী মাসে অনুষ্ঠেয় কোপা সুপারলিগাও বাতিল করে দিয়েছে আর্জেন্টাইন ফুটবল। তাপিয়া জানান সাধারণ মানুষের জীবনকেই সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছেন তারা। তিনি বলেন, ‘সরকার যে পদক্ষেপ নিয়েছেন তাতে আমাদের পূর্ণ সমর্থন আর সম্মান আছে। ফুটবল বন্ধ হয়ে যাওয়াটা আমাদের একার সিদ্ধান্ত ছিল না, এটা ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মানুষের জীবন এখানে সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে। যদি আমরা তাড়াহুড়ো করি এবং আবার সংক্রমণ হয় তাহলে আমরা আবারও ১০ মার্চে ফিরে যাবো। আমরা সবাই চাই, যে ফুটবল ফিরে আসুক কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। জীবন সবার আগে।’