শেরপুরে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অব্যাহত ৪ জনের জরিমানা
মুনসী সাইফুল বারী ডাবলু : বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।
জানাযায় ২৮ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মো: লিয়াকত আলী সেখ উপজেলার খন্দকারটোলা, সাধুবাড়ী, হামছায়াপুর, মির্জাপুর বাজার, শেরুয়া বটতলা বাজার, ব্রাক বটতলা, জামাইল হাট ,দোয়ালসাড়া বাজারে লোকজন সামাজিক দূরত্ব মানছেন কিনা তা পর্যবেক্ষণ করেন এবং লোকজনকে সরকারের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেন। এ সময় সরকারী আইন অমান্য করায় ৩ জনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলম রানা উপজেলার শেরুয়া বটতলা, গোসাইবাড়ি বটতলা, ফলপট্টি, বিরইল, সাতাড়া এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় সরকারী আইন অমান্য করায় তিনি ১ জনকে ৫০০ টাকা জরিমানা করেন। অভিযান সমূহে শেরপুর থানা পুলিশ সহযোগিতা করেন।