সৌদি আরবে শিগগিরই খুলে দেওয়া হবে মসজিদুল হারাম ও মসজিদে নববী
আজকের শেরপুর ডেস্ক: সৌদি আরবে করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকা দুই পবিত্র মসজিদ মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য খুব শিগগিরিই খুলে দেওয়া হবে। মঙ্গলবার সৌদি হজ এবং ওমরাহ মন্ত্রণালয় এক টুইট বার্তায় এ ঘোষণা দেন।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী নোবেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনসহ সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল।
এমনকি সৌদি আরবে দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশটির পবিত্র দুই মসজিদ মক্কা মসজিদুল হারামে ওমরাহ ও মদিনা মসজিদে নববীর জিয়ারত এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় বন্ধ ঘোষাণা করা হয়।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বুধবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭৭ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ হাজার ৭৮৪ জন।