শেরপুরে বারদুয়ারী হাটে নেই সামাজিক দূরত্ব
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর শহরের ঐতিহ্যবাহী বারদুয়ারী হাটে মানা হচ্ছে না সামাজিক দূরত্বের নির্দেশনা। ফলে হাট বাজার থেকেই করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার লাভ করতে পারে বলে আশংকা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বারদুয়ারী হাটে দেখা গেছে এই চিত্র। সেখানে দেখা যায়, হাটের খুচরা কাঁচা বাজারে কিছুটা সামাজিক দূরত্ব থাকলেও পাইকারী কাচাঁবাজার, মাছের বাজারে গাদাগাদি করে চলছে কেনা বেচা। এটি দেখার জন্য সংশ্লিষ্ট কোন কর্তৃপক্ষেরই দেখা পাওয়া যায় নি।
এদিকে ভূমি মন্ত্রণালয়ের উপ সচিব তাজুল ইসলাম মিয়া স্বাক্ষরিত ২৬ এপ্রিলের এক নিদের্শনায় বলা হয়, করোনা ভাইরাসজনিত কারণে হাট ও বাজারে ব্যাপক জনগণের উপস্থিতি বা সমাবেশ সামাজিক দূরত্ব বজায় থাকার পরিপন্থী। ফলে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সরকারি নিদের্শনা বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ করে কাঁচাবাজার, মাছ বাজার, শাকসবিজর বাজার সূমহ মূল বাজার বা তোহা বাজারের পেরিফেরি থেকে নিকটবর্তী সুবিধাজনক স্থানে স্থানান্তরের প্রয়োজন দেখা দিয়েছে।
এমতাবস্থায় মুল হাট ও বাজারের পেরিফেরি থেকে কাচাঁবাজার, মাছ বাজার, শাকসবজির বাজার সমুহ নিকটবর্তী সরকারি খাস সম্পত্তি বা অন্য কোন সুবিধাজনক স্থানে আপদকালীন সময়ের জন্য স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হল। স্থানান্তরিত হাট ও বাজারে ক্রেতা ও বিক্রেতার সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট আইন শৃংখলা রক্ষাকারী সংস্থার সহায়তা গ্রহণ করা যেতে পারে।
এ ব্যাপারে শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলম রানার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তার সংযোগ পাওয়া যায় নি।