বগুড়ায় এমপিওভুক্ত হলো আরও ২৮ স্কুল- কলেজ
আজকের শেরপুর ডেস্ক: দেশে এক হাজার ৬৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুনভাবে এমপিওভুক্তি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত তালিকা অনুযায়ী উত্তরাঞ্চলে রয়েছে ৩৫৬ টি। এর মধ্যে বগুড়ায় রয়েছে ২৮ টি শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে বগুড়ায় ২০১৯ সালের ২৩ অক্টোবর ১১টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করা হয়।
তালিকা অনুযায়ী বগুড়ার ১২টি নিম্ন মাধ্যমিক প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো-বগুড়ার সোনাতলার টি এম মেমোরিয়াল একাডেমী স্কুল, সারিয়াকান্দির সনপচা হাই স্কুল ও শহীদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়, শিবগঞ্জের ঘোলাগাড়ী আদর্শ জুনিয়র স্কুল, দুপচাঁচিয়ার তালুজ পাঁচপীর সাইন্স এন্ড টেকনোলজি জুনিয়র গার্লস স্কুল ও শাপলা হাই স্কুল, আদমদীঘির জিএম আইডিয়াল হাই স্কুল, নন্দীগ্রামের চকলমা হাই স্কুল, কাহালুর বড় মোহর হাই স্কুল, বগুড়া সদরের খাতেমুন আদর্শ জুনিয়র হাই স্কুল, গাবতলীর সুখানপুকুর বন্দর গালস হাই স্কুল ও গাবতলী দড়িপাড়া জাহের উদ্দিন মডেল জুনিয়র গার্লস স্কুল।
মাধ্যমিকে এমপিওভুক্ত হওয়া বগুড়ার ১১ টি প্রতিষ্ঠানগুলো হলো- সারিয়াকান্দির গণকপাড়া স্কুল এন্ড কলেজ, সোনাতলার ভিকোনের পাড়া হাই স্কুল, শিবগঞ্জের রোকেয়া সাত্তার সেকেন্ডারি স্কুল ও ধাওয়াগির হাই স্কুল, আদমদীঘির কয়াকুঞ্চি হাই স্কুল ও শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমী, ধুনটের কান্তা নগর হাই স্কুল, শেরপুর মহিপুর কলোনি হাই স্কুল, গাবতলী পূর্বপাড়া হাই স্কুল,শাজাহানপুরের শাজাপুর বেলপুকুর হাই স্কুল ও গাবতলী বটিয়া ভাঙ্গা হাই স্কুল।
স্কুল এন্ড কলেজ পর্যায়ে বগুড়ার রয়েছে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- বগুড়া শেরপুরের আরডিএ ল্যাব. স্কুল এন্ড কলেজ, সদরের বগুড়া করোনেশন ইন্সটিটিউট এন্ড কলেজ এবং শাজাহানপুরের গোহাইল ইসলামিয়া হাই স্কুল এন্ড কলেজ।
বগুড়ায় কলেজ পর্যায়ে এমপিওভুক্ত হওয়া একমাত্র প্রতিষ্ঠান হলো আদমদীঘির হাজী তাসের আহম্মেদ মহিলা কলেজ। সেই সাথে ডিগ্রি পর্যায়ে বগুড়ায় একমাত্র প্রতিষ্ঠান হিসেবে শেরপুরের রহিমা নয়েশ্বর আলী ডিগ্রি কলেজ এমপিওভুক্ত করা হয়েছে।
জানা গেছে, তথ্য যাচাই বাছাইয়ের প্রাথমিকভাবে নির্বাচিত ১ হাজার ৬৫০টি স্কুল-কলেজ থেকে কিছু প্রতিষ্ঠান বাদ পড়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলো তালিকা প্রকাশ করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানগুলোকে এমপিও কোড এবং শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ করার প্রয়োজনীয় উদ্যোগ নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষকরা ২০১৯ খ্রিষ্টাব্দের ১ জুলাই থেকে বেতন ভাতা পাবেন বলেও জানানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে। আর কোনো প্রতিষ্ঠান যোগ্যতা ধরে রাখতে ব্যর্থ হলে তার এমপিও স্থগিত করা হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী এমপিওভুক্ত করা হবে। তবে, শিক্ষক-কর্মচারীরা যখন নিয়োগ পেয়েছেন সেই সময়ের নিয়োগ বিধি কার্যকর হবে।