ধুনটে ছাত্রলীগ নেতা স্বপনের নেতৃত্বে কৃষকের ঘরে উঠেছে নতুন ধান
ধুনট (বগুড়া) প্রতিনিধি: মাঠজুড়ে সবুজের বুকে দোল খাচ্ছে সোনালী ধান। কিন্তু করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। এমন পরিস্থিতিতে বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনের নেতৃত্বে নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে কৃষকের জমির ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌছে দিয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামের দরিদ্র কৃষক মোলাম হোসেনের ১ বিঘা জমির ধান কেটে তার বাড়িতে পৌঁছে দিয়ে মাড়াই করে দেন তারা।
কৃষক মোলাম হোসেন বলেন, জমিতে ধান পেকে গিয়েছে। কিন্তু করোনার কারনে শ্রমিক সংকটে পড়েন তিনি। এমন সময় ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছায় তার জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়ায় তিনি বেজায় খুশি।
ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন বলেন, করোনা পরিস্থিতিতে দরিদ্র কৃষকের শ্রমিক সংকটে পড়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকদের পাশে দাড়িয়েছে।
ধান কেটে কৃষকের ঘরে তুলে দিতে অংশ নেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম রুবেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল শাখা ছাত্রলীগ নেতা খোকন মাহমুদ, ধুনট উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ, আইন বিষয়ক সম্পাদক আল-আমিন, অর্থ বিষয়ক সম্পাদক পলাশ আকতার, স্কুল বিষয়ক সম্পাদক মানিক ইসলাম, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক উজ্জল মাহমুদ, সদস্য হাসান মাহমুদ রাব্বি, অনিক রহমান রুবেল, সম্রাট হোসেন, ছাত্রলীগ নেতা রবিন হাসান, শাকিল আহমেদ, নাসিম মিয়া, মিলন রহমান, শুভ, সিয়াম, হৃদয় ও নূর আলম প্রমুখ।