ধুনটে ছাত্রলীগ নেতা জাকারিয়ার নেতৃত্বে কৃষকের জমির কাটতে কাস্তে হাতে উপজেলা চেয়ারম্যান
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটে পড়েছে কৃষক। তাই এ পরিস্থিতি মোকাবেলা করতে স্বেচ্ছাশ্রমে কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিতে কর্মসূচি ঘোষনা করেছে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার। বৃহস্পতিবার সকাল ১১টায় জাকারিয়া খন্দকারের নেতৃত্বে উপজেলার তারাকান্দি গ্রামের কৃষক মেহের আলীর ১ বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়ে একর্মসূচির উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন। তিনি নিজে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কাস্তে হাতে ধান কেটে ও মাড়াই করে কৃষকের ঘরে পৌছে দেন।
ধুনট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। তাই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দরিদ্র কৃষকের জমির ধান কেটে ঘরে পৌছে দেওয়া হচ্ছে। একর্মসূচি চলমান থাকবে বলে জানান তিনি।
ধান কাটা কর্মসূচিতে অংশ নেন ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, আওয়ামী লীগ নেতা ইমরুল কাদির সেলিম, গোলাম হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনোয়ার হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রতন মাহমুদ, রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আকরাম, ছাত্রলীগ নেতা সোহানুর রহমান ওয়াশিম, মাসুম, সম্রাট, শোভন আহম্মেদ, আসিফ, রাকিব ও সোহানুর রহমান সোহান প্রমুখ।