ভারতের ফুটবল কিংবদন্তি চুনী গোস্বামী আর নেই
আজকের শেরপুর ডেস্ক: ভারতে গত দুই দিন ধরে একের পর এক নক্ষত্রপতন হচ্ছে। অভিনয় জগতকে ফাঁকা করে দিয়ে না ফেরার দেশে চলে গেছেন দুই বলিউড তারকা ইরফান খান ও ঋষি কাপুর। এবার মৃত্যুর সেই তালিকায় নাম লেখালেন ভারতের প্রবাদপ্রতিম ফুটবলার চুনী গোস্বামী। বৃহস্পতিবার নিজের বাসভবনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৬২র সোনাজয়ী এশিয়ান দলের সদস্য চুনী গোস্বামী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। আপাদমস্তক ক্রীড়াবিদ মানুষটি ক্রিকেট ও ফুটবল দুই খেলাতেই পারদর্শী ছিলেন। ক্রিকেটে বাংলার হয়ে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বও করেছেন। গত কয়েকবছর ধরেই ডায়াবেটিস, স্নায়ুরোগ এবং প্রস্টেটের সমস্যায় ভুগছিলেন। শারীরিক অসুস্থতার কারণে আজই তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। বিকাল ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চুনী।
ভারতের ফুটবল ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে চুনী গোস্বামীর নাম। অধিনায়ক হিসেবে ১৯৬২ সালে দেশকে এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন করেছিলেন। ১৯৬৪ সালের এশিয়ান গেমসেও রানার্স আপ হয়েছিল ভারত। ৬ মাস পরে মারডেকা কাপে অল্পের জন্য ফাইনালে বার্মার কাছে হেরে ভারত রানার্স আপ হয়। তিনিই প্রথম ব্যক্তি যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে একই বছরে ক্রিকেট ও ফুটবল দুই দলেরই অধিনায়ক ছিলেন। ক্লাব ফুটবলে খেলেছেন পশ্চিমবঙ্গের শীর্ষ ক্লাব মোহনবাগানের হয়ে।
ফুটবলের মতো ক্রিকেটেও ছিল তার দারুণ দক্ষতা। ১৯৬২-৬৩ মৌসুমে বাংলার হয়ে ভারতের শীর্ষ প্রথম শ্রেণির লিগ রনজি ট্রফিতে অভিষেক হয়েছিল চুনী গোস্বামীর। সেই মৌসুমে তিনি বাংলাকে নেতৃত্ব দিয়ে রঞ্জি ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। ক্রিকেটার হিসেবে নামকরা হলেও ফুটবলার পরিচিতি তাকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গেছে। প্রবাদপ্রতিম এই ক্রীড়াবিদের মৃত্যুতে শোকের ছায়া ভারতের ক্রীড়াঙ্গনে।