সিঙ্গাপুর গেলেন ফখরুল
শেরপুর ডেস্ক: চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে বৃহস্পতিবার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফাইটে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে রওনা হন তিনি।
বিএনপি মহাসচিবের একান্ত সহকারী মো. ইউনুস আলী বলেন, “স্যার চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। র্যাফেলস হসপিটালে তিনি চিকিৎসা নেবেন। ইতিমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সাাতের সময়সূচিও ঠিক করা হয়েছে।”
গত কয়েক বছর ঘাড়ে ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে বøক ধরা পড়লে সিঙ্গাপুরে তার চিকিৎসা করিয়েছিলেন ৭১ বছর বয়সী ফখরুল। এরপর থেকে ছয় মাস পর পর চিকিৎসক দেখাতে যাচ্ছেন তিনি। সর্বশেষ গত ফেব্রæয়ারিতে গিয়েছিলেন তিনি। কয়েকদিন আগে রংপুরে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে পড়ে গিয়ে হাতে জখম হয়েছিলেন ফখরুল।
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে চলতি সপ্তাহেই বিএনপি মহাসচিব অস্ট্রেলিয়ায় যাবেন এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের (এপিডিইউ) বৈঠকে যোগ দিতে। ফখরুল এই সংস্থার ভাইস চেয়ারম্যান।