বগুড়ায় মোটরসাইকেলের সিটে ৯ কেজি গাঁজা: যুবক গ্রেফতার
স্টাফ রিপোর্টার: বগুড়ায় মোটরসাইকেলের সিট কভার থেকে প্রায় ৯ কেজি গাঁজা সহ সাঈদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১২ টার দিকে মোকামতলা বন্দর চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। সে গাইবান্ধা সদরের নয়নপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।
মোকামতলা ট্রাফিক ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম খান জানান, প্রতিদিনের মতোই মোকামতলা বন্দর চেকপোস্টে গাড়ীর কাগজপত্র নিরীক্ষণ চলছিল। এসময় একটি মোটরসাইকেল আসলে তা থামানোর নির্দেশ দেওয়া হয়। তখন প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের সময় মোটরসাইকেলের সিট কভারটি অস্বাভাবিক উঁচু মনে হয়। এরপর সিট কভার খুলে ফেললে সেখানে গাঁজা দেখা যায় এবং সিট কভারটিও ফোমের পরিবর্তে গাঁজা দিয়ে তৈরি। এসময় মোট ৮ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার হওয়া ওই যুবক মোটরসাইকেল চালিয়ে কুড়িগ্রাম থেকে বগুড়ায় গাঁজা সরবরাহ করে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।