স্থানীয় খবর

শেরপুরে মানসম্মত শিক্ষা ও অপরাধ দমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Spread the love

ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এসডিজি-৪, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস-নাশকতা-জঙ্গীবাদসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে করনীয় বিষয়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩ অক্টেবর বিকেলে শেরপুর টাউনকাব মহিলা কলেজের হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু।
জামুর হাইস্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ-জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পদাক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু। বক্তব্যদেন মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম , শেরপুর আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও: হাফিজুর রহমান, উলিপুর মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আব্দুল হাই, সরকারী ডিজে মডেল হাইস্কুলের প্রধান শিকক্ষ আখতার উদ্দিন বিপ্লব, প্রধান শিক্ষক আলী আজগর, রেজাউল করিম প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও সামাজিক অপরাধ দমনের জন্য বিভিন্ন সমস্যা/চ্যালেঞ্জের বিষয় তুলে ধরেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close