দুপচাঁচিয়ায় সিনিয়র সাংবাদিক মঈন খানকে লাঞ্ছিত করার অভিযোগ
স্টাফ রিপোর্টার: বগুড়ার দুপচাঁচিয়ায় সিনিয়র সাংবাদিক মঈন খানকে শনিবার দুপুরে দ্ইু যুবক স্থানীয় পৌরসভা চত্বরে লাঞ্ছিত করেছে। এ ঘটনায় সাংবাদিক মঈন খান মোহাম্মদ রানি ও সুলতান হোসেন নামে দুই যুবকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা পাঁচজনের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় অভিযোগ দাখিল করেছেন।
সাংবাদিক মঈন খান জানান, তিনি শনিবার দুপুরে পেশাগত কাজে দুপচাঁচিয়া পৌরসভা কার্যালয়ে প্রবেশ করেন। সে সময় সেখানে একটি সালিশ চলছিল। পূর্ব পরিচয়ের সূত্র ধরে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মহিদুল ইসলাম তাকে ওই শালিসে বসে তা পর্যবেক্ষণ করতে অনুরোধ করেন। দুপুর ১টা ১০ মিনিটে শালিশ শেষে তিনি বের হয়ে আসার সময় মোহাম্মদ রনি ও সুলতান হোসেন নামে দুই যুবক তাকে লাঞ্ছিত করেন। এ সময় ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলাম এগিয়ে গেলে ওই দুই যুবক তাকেও লাঞ্ছিত করেন।
দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, মোহাম্মদ রনি ও সুলতান হোসেন নামে দুই যুবকসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে সাংবাদিক মঈন খান লাঞ্ছনার যে অভিযোগ করেছেন সেটি জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে।