স্থানীয় খবর
বগুড়ায় করোনায় নতুন কেউ শনাক্ত হয়নি
স্টাফ রিপোর্টার: বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে কেও করোনায় শনাক্ত হয়নি। শনিবার রাত ৯টায় দিকে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। জেলায় এ পর্যন্ত মোট ২০ জন করোনায় আক্তান্ত হয়েছেন। এদের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় এখন ১৯জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে আইসোলেশনে ভর্তি থাকা আদমদিঘীর সান্তাহারের সেই চালকের ৩য় বারের পরীক্ষাতেও পসিটিভ এসেছে।
বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, শনিবার আমাদের হাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ১৮৮জনের ফলাফলের রিপোর্ট আসে। সেই ফলাফল অনুযায়ী বগুড়ার ৪৮টি এর মধ্যে আদমদিঘীর সেই করোনার রোগীর ৩য় বারের পরীক্ষায় আবারও পসিটিভ এসেছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এছাড়া জয়পুরহাটে ১৩৯ ও সিরাজগঞ্জের একজনের ফলাফলে সবার নেগেটিভ এসেছে।