শেরপুরে শুকরের উপদ্রবে শহরের মানুষ অতিষ্ট
ষ্টাফ রির্পোটার: বগুড়ার সু-প্রাচীন শেরপুর পৌরশহরে সম্প্রতি শুকরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় শহরের মানুষ অতিষ্ট হয়ে উঠেছে।
জানাযায় প্রাচীন এই শহরটি প্রথম শ্রেনীর একটি পৌরসভা। শুকরের উপদ্রব সম্প্রতি খুব বৃদ্ধি পাওয়ায় শহরবাসী অতিষ্ট হয়ে উঠেছে। শহরের ৫নং ওয়ার্ডের একজন বাসীন্দা জানান শুকরের উপদ্রব এতো বেশী যে অনেক সময় রাস্তায় বের হওয়া যায়না। সারা শহরেই শুকুরের অবাধ বিচরন। পাড়া মহল্লার অলিতে গলিতে শুকর দল বেঁেধ ঘোরা ফেরা করায় শিশু কিশোররা অনেক সময় ভীত হয়ে পড়ে। শেরপুর শহরের একজন বিশিষ্ট নাগরিক ফেরদৌস রহমান বলেন শুকরের অত্যাচারে মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। এখান থেকে মানুষ পরিত্রান চায়।
শেরপুর নাগরিক স্বার্থ সংরক্ষন কমিটির সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু বলেন প্রথমশ্রেনীর পৌরসভার নাগরিকসেবার মান আরও বাড়াতে হবে। তিনি শহরের রাস্তা ঘাট সহ অলিতে গলিতে শুকরের অবাধ বিচরন বন্ধ করতে স্থানীয় প্রশসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার জানান শুকরের উপদ্রব লাঘবের জন্য ইতিপুর্বে পদক্ষেপ গ্রহন করা হয়েছিল। শুকরের মালিকদের তাদেরখোয়ড়ে শুকুর রাখতে বাধ্য করা হয়েছিল। তাছাড়া প্রায় ২০/২২টি কুকুর নিধন করা হয়েছিল। এখন করোনার কারনে সবাই ব্যস্ত থাকায় শুকুরের উপদ্রব আবার বৃদ্ধিপেয়েছে। অচিরেই আবার শুকর নিধনে পদক্ষেপ গ্রহন করা হবে।