বগুড়ায় রোববারও কেউ করোনা আক্রান্ত হননি
স্টাফ রিপোর্টার: বগুড়ায় দ্বিতীয় দিনেও কেউ করোনা আক্রান্ত হননি। রোববার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে যে ৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে তার সবগুলোই নেগেটিভ এসেছে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন রোববার রাত ৯টায় এ তথ্য দিয়ে জানান, এর আগে শনিবার করা ৪৮টি নমুনার পরীক্ষায়ও সবগুলো নেগেটিভ এসেছিল। বগুড়ায় বর্তমানে ১৯ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
অবশ্য রোববার বগুড়ার সবগুলো নেগেটিভ হলেও পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট এবং গাইবান্ধার ৩জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। বগুড়া জেলা সিভিল সার্জন দপ্তরের তথ্য অনুযায়ী রোববার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জয়পুরহাটের ১৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ২টি পজিটিভ হিসেবে চিহ্নিত হয়। তাদের বাড়ি জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায়। অপরদিকে গাইবান্ধার যে একটি নমুনা পরীক্ষা করা হয় সেটিও পজিটিভ এসেছে। তার বাড়ি সাঘাটা উপজেলায়। ডা. মুস্তাফিজুর রহমান তুহিন জানান, আগের মত রোববারও বগুড়ায় মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।