দেশের খবর
বাস্তব খবর ও সচিত্র ঘটনার পত্রিকার পক্ষ থেকে ইফতার বিতরন
সংবাদদাতা: ৩ মে সোমবার বিকেলে গাজীপুর,জয়দেবপুর রেল গেট এলাকায় পথচারী রোজাদারের মধ্যে ইফতার বিতরণ করছেন বাস্তব খবর, (প্রকাশক) ও সচিত্র ঘটনার (ব্যবস্থাপনা সম্পাদক)রফিকুল ইসলাম রুবেল। এ সময় উপস্থিত ছিলেন সচিত্র ঘটনার পত্রিকার,সম্পাদক কাজী মকবুল ও গাজীপুর সদর মেট্রো থানা আওয়ামী যুবলীগনেতা সোহানুর রহমান (সোবহান) সার্বিক সহযোগিতায় ছিল, মৃধা, সোহাগ, সোহেল, শাওন, জসীম, সোহাগ, মাসুদ, বাবু, আজিজ, ইসলাম, সম্রাট, রাকিব।