করোনায় দেশে আক্রান্তের সংখ্যা ছাড়াল ১০ হাজার,মৃত্যু আরো ৫
আজকের শেরপুর ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে মৃত্যু বরণ করেছে আরো ৫ জন এবং নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়লো আরো ৬৮৮। ফলে করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগে দেশে সব মিলিয়ে মৃত্যু ১৮২ জন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৪৩ জনে। নতুন করে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪৭ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১২০৯ জন।
সোমবার (০৪ মে) দুপুর আড়াইটায় রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইন বুলেটিন যুক্ত হয়ে এ তথ্য জানান।
ডা. নাসিমা সুলতানা বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৩৩ টি ল্যাবে মোট ৬ হাজার ২৬০ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আরও ৬৮৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১৪৩ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরো ৫ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮২ জনে।
ডা. নাসিমা সুলতানা জানান, যে ৫ জন মারা গেছেন তারা সবাই পুরুষ। এদের একজনের বয়স ৩১-৪০ এর মধ্যে, ৫০-৬০ বছরের মধ্যে একজন এবং তিন জন ষাটোর্ধ। এদের ৩ জন ঢাকার, একজন সিলেট এবং অন্যজন ময়মনসিংহের বাসিন্দা।
তিনি আরো জানান, গত চব্বিশ ঘন্টায় যে ১৪৭ জন সুস্থ হয়েছেন তাদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে ১৩ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ১১ জন, ঢাকা মহানগর হাসাপাতাল থেকে ৭ জন, রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে ১৩ জন, লালকুটির হাসপাতাল-মিরপুর থেকে ৪ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৪ জন, ঢাকা বিভাগ থেকে ১১ জন, চট্টগ্রাম বিভাগ থেকে ৭ জন, রাজশাহী বিভাগ থেকে ৩ জন, ময়মনসিংহ বিভাগ থেকে ১৭ জন, রংপরু বিভাগ থেকে ৪ জন এবং কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল (সিএমএইচ) থেকে ১৪ জন সুস্থ হয়েছে। ফলে মোট সুস্থের হওয়ার সংখ্যা আছে ১২০৯ জন।
ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে ৯০ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে। ফলে বর্তমানে মোট আইসোলেশনে আছে ১৬৩৬ জন। সব মিলিয়ে বর্তমানে ৯৬৩৮ টি আইসোলেশন বেড প্রস্তুত আছে (ঢাকা- ৩৯৪৪, ঢাকার বাইরে ৫৬৯৪)। তিনি আরো বলেন, গত ২৪ ঘন্টায় ২৭৪২ জনকে কোয়ারান্টাইনে নেয়া হয়েছে। বর্তমানে মোট ৪১৯৩৩ জন জন (প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারান্টাইন) কোয়ারেন্টাইনে আছে।
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।