বগুড়ায় জেলা আওয়ামী লীগের ত্রাণসামগ্রী বিতরণ
ষ্টাফ রির্পোটার: বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পর্যায়ে কর্মহীন, অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সোমবার বেলা ১১টায় টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে বগুড়া পৌরসভা, কাহালু, আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ত্রাণ কমিটির আহবায়ক মজিবর রহমান মজনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ কমিটির সদস্য সচিব রাগেবুল আহসান রিপু ত্রাণসামগ্রী বিতরণ করেন।
ত্রাণ সামগ্রীতে প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি আটা, সয়াবিন তেল ও লবণ দেওয়া হয়। পর্যায়ক্রমে সকল উপজেলায় বগুড়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ৪ হাজার পরিবারের মধ্যে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু, এ্যাড. জাকির হোসেন নবাব, মাশরাফী হিরো, আলরাজী জুয়েল, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, আব্দুল মান্নান, ওবায়দুল হাসান ববি।