শেরপুরে ডিজে হাইস্কুল খেলার মাঠে কাঁচাবাজার,ক্রেতা বিক্রেতারা সংকটে
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরের ডিজে হাইস্কুল খেলার মাঠে বসেছে কাঁচাবাজার। নানামুখী সংকটে পড়েছে ক্রেতা বিক্রেতারা। মঙ্গলবার (৫ মে) শেরপুর ডিজে হাইস্কুল খেলার মাঠে গিয়ে দেখা গেছে এ চিত্র।
জানাগেছে, সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য প্রশাসনের উদ্যোগে শেরপুর রেজিষ্ট্রি অফিসের সকাল বাজার ডিজে হাইস্কুল খেলার মাঠে লাগানোর সিদ্ধান্ত হয়। এদিকে কিছুদিন পুর্বে মাঠটি সংস্কার করায় সচেতনমহল বাজার লাগানোর বিরোধীতাও করে।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে মাঠে গিয়ে দেখা গেছে, প্রখর রোদ উপেক্ষা করে মাঠের উত্তর-পুর্ব কোণ থেকে লম্বালম্বি করে ১৫ থেকে ২০টি কাচাঁ সবজির দোকান বসেছে। নেই কোন মাছ কিংবা মাংসের দোকান। প্রচার প্রচারণা তেমন না থাকায় ক্রেতার সংখ্যাও নগন্য।
কাচাঁবাজারের ব্যবসায়ী আলমগীর হোসেন সহ অন্যরা জানান, রোদে পুড়ে এভাবে ব্যবসা করা সম্ভব নয়। শুধু কাচাঁবাজার থাকলে এখানে ক্রেতা আসবে না। মাছ ও মাংসের দোকান না এলে বাজার কিভাবে হবে?
ক্রেতারা জানান, বাজার স্থানান্তর হলে পুরো বাজারই স্থানান্তর হওয়া প্রয়োজন। শুধুমাত্র কাচাঁবাজার করার জন্য ক্রেতারা কমই আগ্রহী হবে।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, মানুষ চায় ওয়ানষ্টপ সার্ভিস। এই বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে মানুষ প্রয়োজনীয় বাজার করতে পারে সেজন্য প্রশাসন সচেষ্ট রয়েছে।