শেরপুরে সাংবাদিকের ধানক্ষেতে মাছ চাষ
ষ্টাফ রির্পোটার: ধানক্ষেতে ধানের পাশাপাশি মাছেরও চাষ হয়েছে বগুড়ার শেরপুরে। এতে খাদ্যনিরাপত্তার নতুন স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা।
জানা গেছে, চলতি বছরের প্রথম দিকে উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামে ধানক্ষেতে মাছ চাষের উদ্যোগ নেন বিশিষ্ট সাংবাদিক ও সাপ্তাহিক আজকেরশেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু। তিনি তার পৈর্তৃক সুত্রে প্রাপ্ত তিন বিঘা জমিতে ধান রোপনের পাশাপাশি মাছ চাষের উদ্যোগে নেন। এ জন্য স্থানীয় মৎস্য অফিসের পরামর্শ নিয়ে চাষ শুরু করেন।
এর সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত মো. জাহিদুল ইসলাম জাহিদ জানান, জমিটিতে ধানের পাশাপাশি এবারই প্রথম কার্পজাতীয় বিভিন্ন ধরনের মাছ ছাড়া হয়েছে। ধানের ফলনও হয়েছে বেশ। এরপর ঠিকমত মাছ ধরতে পারলে আশাকরি বেশ লাভ হবে। ব্যতিক্রমী এ ধরনের চাষাবাদ দেখতে অনেকেই আগ্রহী হচ্ছেন বলে তিনি জানান।
আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু জানান, বর্তমান সময়ে খাদ্য সংকট দূর ও পুষ্টি চাহিদা মিটাতে জমির সুষ্ঠু ব্যবহার প্রয়োজন। সেক্ষেত্রে ধান ক্ষেতে মাছ চাষ করা হলে তা দুই ধরনের ফলন দেবে ফলে খাদ্যনিরাপত্তা জোরদার হবে।