শাজাহানপুরে ১৮ শতাধিক পরিবারে মুরগি বিতরণ
শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি: করোনায় ক্ষতিগ্রস্ত পোল্ট্রী শিল্প রক্ষার পাশাপাশি কর্মহীন মানুষের পরিবারে আমিষের চাহিদা মেটাতে বগুড়ার শাজাহানপুরে বাড়ি বাড়ি গিয়ে ১৮শ’ পরিবারে নিজ তহবিল থেকে মুরগি ও ডিম বিতরন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। বুধবার ৬ শতাধিক পরিবারের মাঝে মুরগী বিতরন কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু। এর আগে গত রোববার উপজেলার ১২’শ পরিবারের মাঝে ছয় হাজার ডিম বিতরন করা হয়।
মুরগি বিতরণ কর্মসূচির উদ্বোধনীতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমেদ, আওয়ামীলীগ নেতা নুরুন্নবী সোনার, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু, যুবলীগ নেতা মনির হোসেন প্রমুখ। উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু জানিয়েছেন, বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে পোল্ট্রি খামারিদের লোকসান গুনতে হচ্ছে। করোনা প্রতিরোধে মানব দেহে পর্যাপ্ত পুষ্টির প্রয়োজন। তাই খামারিদের রক্ষার পাশাপাশি কর্মহীন মানুষের আমিষের চাহিদা মেটাতে ব্যক্তিগত তহবিল থেকে মুরগি ও ডিম বিতরণের কর্মসূচি হাতে নেয়া হয়েছে।