ঘরে বসেই শুটিংয়ে অংশ নিলেন নিশো-মেহজাবিন
আজকের শেরপুর ডেস্ক: করোনা ভাইরাসের কারণে এক মাসের বেশি সময় ধরে বন্ধ আছে সিনেমা ও নাটকের শুটিং। এভাবে বসে আর কতদিন! তাই ঘরে বসেই শুটিং শুরুর চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি নিজ বাসায় থেকেই শুটিংয়ে অংশ নিলেন নাটকের জনপ্রিয় মুখ আফরান নিশো ও মেহজাবিন। তবে নাটক নয় একটি স্বল্পদৈর্ঘ্যের শুটিং করলেন তারা। এটির নাম ‘ওয়েটিং’।
মজার বিষয় হচ্ছে এটি নির্মাণে কোন পেশাদার ক্যামেরাম্যান ছিলোনা। শিল্পীরা নিজেরাই নিজেদের মোবাইলফোন দিয়ে দৃশ্য ধারণ করেন। তবে এ কাজে শিল্পীদের লোকরাই সাহায্য করেছেন বলে জানান তারা। কোন কোন ক্ষেত্রে আবার নিজেরাই ধারণ করেছেন ভিডিও।
ঘরে থেকে এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। তিনি জানান, চলচ্চিত্রটির স্থায়িত্বকাল হবে ১০ মিনিট। ‘যাঁদের নিয়ে কাজটি করলাম, তাঁদের মধ্যে কাজের বোঝাপড়াটা ভালো। তাই নতুন প্রক্রিয়াই কাজটি করার ঝুঁকি নিয়েছি। শুটিংয়ের আগে চিত্রনাট্য পাঠিয়েছিলাম। ফোনে তাঁদের চরিত্রগুলো নিয়ে আলাপ-আলোচনা হয়েছে, এরপর শুটিং।’
এতে অন্তি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। তার বাড়িতে দৃশ্যধারণ করেছেন তার ছোট বোন। শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে মেহজাবীন বলেন, ‘এ এক নতুন অভিজ্ঞতা। এসব টেকনিক্যাল বিষয়ে আমি খুব অনভিজ্ঞ। শট দিতে গিয়ে কতবার যে এনজি হয়েছে। দুদিন ধরে শুট করেছি। সম্পাদনা ও মিউজিক করার পর দেখা যাক কেমন হয়।’
অমিত চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। তিনি বলেন ‘স্ট্যান্ডে মোবাইল বেঁধে আগে জোন তৈরি করেছি। এরপর ক্যামেরা চালু করে জোনে ঢুকে গেছি। যদিও কাজটি সহজ ছিল না। যেহেতু ক্যামেরায় কেউ ছিল না, তাই একেকটি দৃশ্য কয়েকবার করতে হয়েছে।’
স্বল্পদৈর্ঘ্যটি পরীক্ষামূলক কাজ বলে জানালেন অমি। এতে সফল হলে ঈদের আগে নাটকের শুটিং করা হবে বলে জানালেন পরিচালক। স্বল্পদৈর্ঘ্যটি শিগগিরই সিলভার স্ক্রিন নামে একটি ইউটিউব চ্যানেলে দেখা যাবে।