দেশের খবর

খালেদা জিয়া আপস করবেন না-মওদুদ

Spread the love

শেরপুর ডেস্ক: মুক্তির প্রশ্নে সরকারের সঙ্গে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোনো আপস করবেন না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া কারও সঙ্গে আপস করবেন না। উনি কারও কাছে মাথা নত করবেন না। তিনি বাংলাদেশে এখন ১৬-১৭ কোটি মানুষের নেতা। প্রয়োজন হলে আরও জেলে থাকবেন, কষ্ট সহ্য করবেন। কিন্তু খালেদা জিয়া কোনো দিন এই সরকারের সঙ্গে আপস করবেন না।’
শুক্রবার সকালে জাতীয় প্রেসকাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক আলোচনাসভায় এ কথা বলেন মওদুদ। তিনি বলেন, ‘মতায় আসার দশ বছর পর দুর্নীতির বিরুদ্ধে চলমান এই অভিযান সরকারের চালাকি এবং আইওয়াশ। আজ এই সরকারের মুখোশ খুলে গেছে। এই সরকার দুর্নীতিতে নিমজ্জিত, তা তারা প্রমাণ করেছে।’ বিএনপির এই নেতা আরও বলেন, ‘গত দুই সপ্তাহে ধরা পড়া ব্যক্তিরা প্রধানমন্ত্রীর দলেরই মানুষ ও তার অনুগত। ব্যাংক ও শেয়ার লুট, মানুষের অর্থ আত্মসাৎ, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানিয়েছে, নিউইয়র্কে সম্পত্তি করেছেÑ এটা তো তারা দুর্নীতির মাধ্যমেই করেছেন। এ ছাড়া কি সম্ভব? দশ বছর পরে এই অভিযান চালাকি, আইওয়াশ। এর কোনো তাৎপর্য দেখি না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close