বগুড়া ধুনটে ধর্ষন ও সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৩
ধুনট(বগুড়া) প্রতিনিধি :: বগুড়ার ধুনটে ধর্ষন ও সাজাপ্রাপ্ত আসামী সহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার অফিসার পাড়া এলাকার মৃত জসমত আলীর ছেলে মারামারি মামলার আসামী জয়, বড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ধর্ষন ও অপহরন মামলার আসামী নুর মোহাম্মাদ ও গোয়ালভাগ গ্রামের মৃত ঝরু শেখের ছেলে ঋণ সংক্রান্ত মামলার আসামী আব্দুল করিম।
থানা সুত্রে জানা যায়, ২০১৪ সালের এক মারামারি মামলা আসামী হিসেবে জয় কে, ২০১৯ সালের নারী শিশু নির্যাতন আইনের আওতায় ধর্ষন ও অপহরন মামলার আসামী হিসেবে নুর মোহাম্মাদ কে ও ২০১৯ সালে ঢাকা কোর্টে দায়েরকৃত ঋণ সংক্রান্ত মামলার সাজাপ্রাপ্ত আসামী হিসেবে আব্দুল করিম কে গ্রেফতার করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে শুক্রবার সকালে কোর্টে প্রেরন করা হয়েছে।