স্থানীয় খবর
নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে ৪ জনকে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- নন্দীগ্রাম উপজেলার ১ নং বুড়ইল ইউনিয়নের দাসগ্রামের ইমরান হোসেন (২৩)। তার নিকট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এছাড়াও রিধইল গ্রামের সোহান সরকার (২২), ওবায়দুল হক (২৩) ও মিজানুর রহমান (২৫) কে মাদকদ্রব্য সেবনকালে গ্রেপ্তার করা হয়।
থানার এসআই ফারুক হোসেন পিপিএম জানান, গত শুক্রবার সন্ধ্যায় মাদকবিরোধী অভিযান চালিয়ে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে।