জেলার খবর
করোনায় সাবেক অধ্যক্ষ নজবুল হকের মৃত্যু
স্টাফ রিপোর্টার: করোনায় আক্রান্ত হয়ে এবার মারা গেলেন বগুড়ার সৈয়দ আহম্মদ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সৈয়দ নজবুল হক। করোনা পজিটিভ হিসেবে ঢাকার কুর্মিটোলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
বগুড়ার গাবতলী উপজেলায় অবস্থিত সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান জানান, নজবুল হক হৃদ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য বেশ কিছুদিন আগে ঢাকায় যান। সেখানেই তিনি করোনায় আক্রান্ত হন। প্রায় ৪দিন আগে তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সৈয়দ নজবুল হক তৎকালীণ এমএলএ সৈয়দ আহম্মদের ছেলে।