স্থানীয় খবর
শেরপুরে ধর্ষণ চেষ্টা মামলায় বৃদ্ধ আটক
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরের বিনোদপুর এলাকায় দৃষ্টি প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় শুক্রবার রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেেিত বৃদ্ধ শুকুর আলী (৬০) কে আটক করেছে থানা পুলিশ।
মামলাসূত্রে জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামে আনোয়ার হোসেনের জন্মান্ধ শিশু মেয়েকে পাশের বাড়ির মৃত বাহার উদ্দিনের ছেলে বৃদ্ধ শুকুর আলী গত ২ অক্টোবর বুধবার বেলা ১১ টার দিকে পিয়াজু খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ওইদিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শিশুটি পানি আনতে টিউবওয়েল পাড়ে গেলে সুযোগ বুঝে আবারো কোলে তুলে নিয়ে গাছের আড়ালে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, মামলার প্রেেিত আসামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।