বগুড়ায় পুলিশ কনস্টেবল সহ দু’জন করোনায় আক্রান্ত
স্টাফ রিপোর্টার: বগুড়ায় এক পুলিশ কনস্টেবল সহ আরও দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহামন তুহিন রোববার রাত ৯ টার দিকে এ তথ্য দিয়ে জানান, বগুড়া পুলিশ লাইনে কর্মরত কনস্টেবলের বয়স ৫৯ বছর। তার অবশ্য বগুড়ার বাইরে যাওয়ার কোন ইতিহাস নেই। গত ৯ মে তার নমুনা সংগ্রহ করা হয়।
তবে শিবগঞ্জ উপজেলার পীরব এলাকার ২০ বছরের যে যুবক আক্রান্ত হয়েছেন সে নারায়ণগঞ্জে এক কারখানায় কর্মরত ছিল এবং গত ৭ মে বাড়ি ফেরে। দু’দিনের মাথায় তার নুমনা সংগ্রহ করা হয়। রোববারওই দুই দু’জনসহ বগুড়ায় এ পর্যন্ত মোট ৩৯জন করোনায় আক্রান্ত হলেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, রোববার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়ার নমুনা ছিল ৩৯টি। বাকি ১৪৯টি জয়পুরহাট জেলা থেকে পাঠানো।